বাংলা কার্টুন নিয়ে ইউটিউবে ‘ মপেল টিভি’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

বাংলাভাষাভাষী সকল শিশুদের জন্য ইন্টারনেট কে আরো রঙ্গিন করতে অনলাইনে এলো নতুন ইউটিউব চ্যানেল ‘মপেল টিভি’ (moople tv)

পশ্চিমবঙ্গের ইউটিউবভিত্তিক এই  চ্যানেল  বাংলা কার্টুন ঢিংচ্যাক ডিনো প্রচারের মাধ্যমে যাত্রা করে । যাতে শিশুদের জন্য থাকছে  নীল, পরী, রেক্স, প্যাকি, স্টেগি, টপস ও টেরো নামের দারুণ সব শিশুতোষ চরিত্র।

বিজ্ঞাপন

গত বুধবার( ১৪ নভেম্বর) কলকাতাভিত্তিক ফার্ম হাইটেক অ্যানিমেশন উদ্যোগে চালু হওয়া এই চ্যানেলের  আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করেন টালিউড তারকা দেব ও কোয়েল মল্লিক। ।

অনুষ্ঠানে জানানো হয়, শিশুদের উপযোগী বিভিন্ন তথ্য ও বিনোদনের পাশাপাশি তাদের প্রযুক্তি বিষয়ক শিক্ষাও দেবে চ্যানেলটি।

বিজ্ঞাপন

আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাংলা ভাষার পূর্ণাঙ্গ একটি স্যাটেলাইট চ্যানেল নিয়ে আসারও পরিকল্পনার কথা জানান মপেলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রায়।

এছাড়াও রাজ্যের পাশাপাশি বাংলাদেশের শিশুদের কথা ভেবে কার্টুনের ভাষা বাংলা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, শুরুতে ফ্রি চ্যানেল হিসেবে ইউটিউবকে বেছে নেয়া হয়েছে। কারণ মোবাইল ফোনে খুব সহজেই শিশুরা ইউটিউব দেখতে পারবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান,প্রায় আট কোটি টাকা বিনিয়োগে এই চ্যানেলে  ঢিংচ্যাক ডিনো কার্টুনটি বাংলা ছাড়াও শিগগির হিন্দি ও ভারতের অন্যান্য ভাষায় প্রচার করা হবে।

 চ্যানেলটি দেখতে এখানে ক্লিক করুন