যে অ্যাপগুলো আপনার ফোনের তথ্য চুরি করছে
আপনার অগোচরে আপনার ফোনে ঢুকে যাচ্ছে ভাইরাস। এন্ড্রয়েড ফোনের নিরাপত্তা নিয়ে কাজ করে এমন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সম্প্রতি বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড অ্যাপস সনাক্ত করেছে যে অ্যাপসগুলতে রয়েছে ম্যালওয়ার ভাইরাস। এসব ম্যালওয়ার ভাইরাস, ব্যবহারকারীর মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ তথ্য এমনকি ব্যাংকিং কার্যক্রমের তথ্যও হাতিয়ে নিতে পারে।
‘উই লাইভ সিকিউরিটি’ এর বরাত দিয়ে ‘ডেইলি মেইল’ এর এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য গুলো।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় ক্ষতিকর এই অ্যাপগুলো ‘গুগল প্লে স্টোর’ থেকে সরিয়ে ফেলা হলেও ৩০ হাজার বার এই ক্ষতিকর অ্যাপগুলো ইন্সটল করা হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান অবিলম্বে এই অ্যাপগুলো আন-ইন্সটল করলে তা আপনার ফোনের জন্য হুমকির কারন হয়ে দাড়াতে পারে ।
অ্যাপ গুলো হচ্ছেঃ
# Power Manager
# Astro Plus
# Master Cleaner – CPU Booster
# Master Clean – Power Booster
# Super Boost Cleaner
# Super Fast Cleaner
# Daily Horoscope For All Zodiac Signs
# Daily Horoscope Free – Horoscope Compatibility
# Phone Booster – Clean Master
# Speed Cleaner – CPU Cooler
# Ultra Phone Booster
# Free Daily Horoscope 2019
# Free Daily Horoscope Plus – Astrology Online
# Phone Power Booster
# Ultra Cleaner – Power Boost
# Master Cleaner – CPU Booster
# Daily Horoscope – Astrological Forecast
# Speed Cleaner – CPU Cooler
# Horoscope 2018
# Meu Horóscopo
# Master Clean – Power Booster
# Boost Your Phone
# Phone Cleaner – Booster, Optimizer
# Clean Master Pro Booster 2018
# Clean Master – Booster Pro
# BoostFX. Android cleaner
# Daily Horoscope
# Daily Horoscope
# Personal Horoscope