চার হাজারে রবি দিচ্ছে ফোরজি ফোন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

টেলিকম অপারেটর রবি এবং হ্যান্ডসেট ব্র্যান্ড ম্যাক্সিমাস বাজারে নিয়ে এসেছে যৌথ-ব্র্যান্ডের ফোন ম্যাক্সিমাস ডি ওয়ান। 

ডুয়েল ফোরজি সিমের স্লটসহ নতুন এ ফোনে রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ফোনটির দাম মাত্র ৪ হাজার ৫৯০ টাকা। দেশের বাজারে ফোর জি সুবিধা সমৃদ্ধ সবচেয়ে কম দামি ফোন এটি।  

বিজ্ঞাপন

রবির আকর্ষণীয় বান্ডেল অফারসহ কেনা যাবে ফোনটি । অফারের আওতায় ফ্রি ৪ জিবি ইন্টারনেট ডাটার মধ্যে ২ জিবি ফোরজি ডাটা এবং ২ জিবি অন্য যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। ডাটার মেয়াদ ৩০ দিন। এছাড়া ম্যাক্সিমাস ডি ওয়ান ব্যবহারকারীরা প্রতি ৫০ থেকে ৩০০ টাকা রিচার্জে ২ দশমিক ৫ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট ডাটা পাবেন। এর মেয়াদ সাত দিন। 

রবির ওয়াক ইন সেন্টার (ডব্লিউআইসি), ই-কমার্স প্লাটফর্ম রবিশপ ডটকম ডটবিডি এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন চ্যানেল ডিজিরেড-এ ছয়টি ভিন্ন রঙের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। রঙগুলো হলো- থান্ডার পার্পল, গোল্ড, রোজগোল্ড, রেড, ব্লু এবং ব্রাউন। 

বিজ্ঞাপন

১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড প্রসেসর এবং ৫ ইঞ্চির এইচডি পর্দাবিশিষ্ট ফোনটিতে সর্বশেষ আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন ওরিও ৮.১ ব্যবহার করা হয়েছে। ২২ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি মুঠোফোনটির দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তা দেয়ার পাশাপাশি পরিচ্ছন্ন ছবি ও ভিডিও এবং সোশ্যাল মিডিয়াসহ ওয়েব ব্রাউজিংয়ের সাবলীল অভিজ্ঞতা দিবে গ্রাহকদেরকে। ফোনটির সামনে ও পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।