দেশে স্কাইপ বন্ধের গুজব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

দেশে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপে ব্যবহার করা যাচ্ছে না বলে যে খবর বেরিয়েছে তাকে গুজব বলে জানিয়েছে বিটিআরসি।

সোমবার(১৯ নভেম্বর)  এই সেবা বন্ধ করে দেওয়া হয় বলে যে গুজব উঠেছে তা সত্যতা নেই বলে নিশ্চিত করেছেন বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) জাকির হোসেন খান। তিনি বলেন ভিডিও কনফারেন্সিং এর কারণে স্কাইপ বন্ধ করে দেয়া হয়েছে এ কথার কোন ভিত্তি নাই। দেশে আরো অনেক ভিডিও কলিং  অ্যাপস আছে। যারা ব্যবহার করতে পারছেনা তারা  কারিগরি ত্রুটির সম্মুখিন হতে পারেন তবে বিটিআরসি স্কাইপ বন্ধে কোন পদক্ষেপ নেয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য দেশের দুটি গনমাধ্যমে স্কাইপ বন্ধের খবর প্রকাশের পেলেও  এর সত্যতা খুজে পাওয়া যায়নি।