প্রিয়জনকে ডেটা উপহার দেয়ার সুযোগ আনল রবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

প্রিয়জনকে ডেটা উপহার দেয়ার সুযোগ নিয়ে এলো  ডিজিটাল সেবা প্রদানকারী অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এ সেবার আওতায় একজন রবি গ্রাহক অন্য একজন রবি গ্রাহককে এ উপহার দিতে পারবেন।

ব্রৃহস্পতিবার( ৬ ডিসেম্বর) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় রবি। এ সেবা উপভোগ করতে *১২১২# ডায়াল করে ডেটা প্রোডাক্ট ম্যানুতে ঢুকতে হবে গ্রাহকদের। সে ম্যানু থেকে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবদের উপহার দেয়ার জন্য গ্রাহক তার পছন্দমতো ডেটা গিফট প্যাক বাছাই করবেন। এরপর যে রবি প্রি-পেইড নম্বরে উপহারটি পাঠাতে চান তা নির্দিষ্ট করে দিতে হবে। পুরো প্রক্রিয়া শেষে ব্যবহারকারী একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন।

বিজ্ঞাপন

গ্রাহক তার প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সেবাটি গ্রহণ করতে পারবেন। নির্ধারিত গিফট প্যাকের ওপর ভিত্তি করে (প্রতিটি পণ্যের মূল্য ভিন্ন ভিন্ন) গ্রাহককে চার্জ প্রদান করতে হবে। প্রতি উপহারের সাথে মূসক, সম্পূরক শুল্ক ও সারচার্জ বাবদ ব্যয় হবে ২ টাকা ৪৪ পয়সা।