গাড়িতে স্মার্টফোন চার্জে এলো নতুন চার্জার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার গাড়িতে স্মার্টফোন চার্জ করতে চার্জার লঞ্চ করল চিনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। নতুন এই চার্জারে থাকবে ৩.০ ফাস্ট চার্জ সাপোর্ট ।

আগের ভার্সনের মতোই নতুন চার্জারে থাকছে দুটি চার্জিং পোর্ট। এই চার্জার ব্যবহার করে একসাথে দুটি ডিভাইস চার্জ করা যাবে। তবে একটি পোর্টে কুইক চার্জ ৩.০ ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। যা লাল রং দিয়ে চিহ্নিত থাকবে। চার্জারটি দিয়ে যে কোন স্মার্টফোন, ট্যাবলেট ও পাওয়ার ব্যাঙ্ক চার্জ করা যাবে। তবে কুইক চার্জ সাপোর্ট পেতে হলে যে ডিভাইসে চার্জ করা হবে তা কুইক চার্জ সমর্থিত হতে হবে।

বিজ্ঞাপন

পলিকার্বোনেট মেটিরিয়াল দিয়ে তৈরি এই চার্জারে থাকছে একটি এলইডি লাইট।যা চার্জার কানেক্টেড থাকলে জ্বলতে থাকবে । ভারতীয় বাজারে এই চার্জারের দাম ধরা হয়েছে ৫৯৯ টাকা যা বাংলাদেশে আনুমানিক ৭০০-৮০০ টাকা পড়তে পারে। বর্তমানে চার্জারটি কালো রঙে পাওয়া যাচ্ছে