নচবিহীন পাঁচ ক্যামেরার নোকিয়া পিওরভিউ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জানুয়ারির শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে নোকিয়া ৯ পিওরভিউ ।আর এ নিয়ে এখন তুমুল আলোচনা চলছে প্রযুক্তি পাড়ায়।
যার মূল কারণ ফোনের পেছনে থাকা ৫ ক্যামেরা ।যদিও এর আগে ছবিটি ফাঁস হয়েছিলো তবে এবার ছড়িয়ে পড়েছে এর ভিডিও। মাইস্মার্টপ্রাইস নামের ইউটিউব চ‍্যানেলে ১ মিনিট ১১ সেকেন্ডের ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, ফোনের ডিসপ্লের পাশে রয়েছে পাতলা বেজেল।
 
ডিসপ্লের ছিলোনা কোন নচ । পাশে রয়েছে মেটাল ফ্রেম। ফোনের পেছনে বৃত্তাকারে রয়েছে পাঁচটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ।
ডিভাইসটিতে রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। ফোনটির ডিসপ্লে ৫ দশমিক ২২ ইঞ্চি লম্বা। ডিভাইসটিতে অ‍্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম থাকবে। ফলে ২ বছর অনায়াসে মিলবে সফটওয়‍্যার আপডেট।
 
থাকবে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।ধারণা করা হচ্ছে, এইচএমডির অন্যান্য ফোনের মতোই নকিয়ার এ ফোনের ক্যামেরাতেও জেইস লেন্স থাকবে।
 
২০১৯ সালের প্রথম দিকে ফোনটি উন্মোচন করা হতে পারে বলে জানা গেছে।
এর আগে জানা যায়, ৮ গিগাবাইট র‍্যামের পাশাপাশি ইন্টারনাল স্টোরেজ থাকবে ২৫৬ গিগাবাইট। ব‍্যাকআপ দিতে এতে থাকবে ৪১৫০ মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি।