স্মার্ট ওয়ালেট নিয়ে ডিটেল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্মার্ট ওয়ালেট

স্মার্ট ওয়ালেট

প্রযুক্তির কল্যাণে নানা আকর্ষণীয় ফিচার নিয়ে নিত্য নতুন পণ্য বাজারে আসছে। এবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ব্যতিক্রম ও আকর্ষণীয় ‘স্মার্ট ওয়ালেট পাওয়ার ব্যাংক’ এনেছে দর্পন টেলিকমের ব্র্যান্ড ডিটেল। যেটিতে মোবাইল চার্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্ড, পাসপোর্ট রাখা সহ থাকবে বিদেশে নিয়ে যেতে বোর্ডিং পাশ।

শনিবার (১২ জানুয়ারি) স্মার্টফোন ও ট্যাবমেলায় এই স্মার্ট ওয়ালেট পাওয়ার ব্যাংক দেখা গেছে ডিটেলের স্টলে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/12/1547291174935.jpg

ডিটেলের ব্র্যাঞ্চ ম্যানেজার শোয়েব মাহমুদ বার্তা২৪.কমকে বলেন, দর্পন টেলিকমের ডিটেল ব্র্যান্ডটি অ্যাকসেসরিজ বাজারে খুব পরিচিত মুখ। বিশেষ করে বাহারি ডিজাইনে বিভিন্ন রকম পাওয়ার ব্যাংক বাজারে আনার ক্ষেত্রে সুনাম রয়েছে। এবার স্মার্ট ওয়ালেট পাওয়ার ব্যাংকটি বাজারে ছেড়েছি। যেটি মেলায় বেশ সাড়া ফেলেছে। এটিতে ‘ পাসপোর্ট, ডেবিট, ক্রেডিট কার্ড, স্মার্টফোন, রাখতে পারবেন। সাথেই রয়েছে তিনটি পোর্ট, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন চার্জ দেওয়ার সুবিধা।

বিজ্ঞাপন

ভ্রমণের জন্য এটিতে বোর্ডিং পাশ রাখার ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, এই পাওয়ার ব্যাংক ১০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের। যেটিতে মেলা উপলক্ষে ছাড় চলছে ৩০ শতাংশ। মেলার বাহির থেকে কিনলে এর দাম হবে ৩ হাজার ৫০০ টাকা কিন্তু মেলা কিনলে দাম পড়বে মাত্র ২ হাজার ৪০০ টাকা।