এটুআই ডিজিটাল সেন্টার থেকে সেবা পাবেন রবি গ্রাহকরা

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

সরকারের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) ডিজিটাল সেন্টারগুলো থেকে সেবা পাবেন রবি’র গ্রাহকরা।দেশব্যাপী ৫ হাজার ২৯৫টি’র বেশি ডিজিটাল সেন্টার থেকে বিভিন্ন ধরণের সেবা পাওয়া যাবে।
বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) চট্টগ্রামে ২শ’ উদ্যোক্তার প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিকভাবে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/18/1547789694669.jpg
প্রশিক্ষিত সদস্যরা এসব ডিজিটাল সেন্টারে নতুন সিম নিবন্ধন, রবি, এমএনপি, ইউটিলিটি বিল পরিশোধ, বিডিটিকেটস, বিডিঅ্যাপস, রবি টেন মিনিট স্কুলের শিক্ষণ কন্টেন্ট ও রবি ক্যাশের সেবা পৌঁছে দিবেন গ্রাহকদের কাছে । ভবিষ্যতে অন্যান্য সেবাও যোগ করার পরিকল্পনা রয়েছে অপারেটরটির।
 
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান, মিডিয়া, কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর ও এটুআইয়ের ই-সার্ভিস স্পেশালিস্ট মোহাম্মদ আশরাফুল আমিন।সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন’র (এটুআই) সযোগিতায় উদ্যোগটি বাস্তবায়ন করছে রবি।