সর্বোচ্চ মার্কেট শেয়ার হুয়াওয়ের, বিক্রি কমেছে আইফোনের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

২০১৭ সালের শেষ প্রান্তিকে  চিনে মোট ১.৪ কোটি আইফোন  বিক্রি হয়েছিল। ২০১৮ সালের শেষ প্রান্তিকে যা কমে হয়েছে ১.০৯ কোটি।  কিন্তু অন্যদিকে মার্কেট দাপিয়ে বেড়াচ্ছে হুয়াওয়ে। চিনে শেষ প্রান্তিকে হুয়ায়ের সেট এর বিক্রির পরিমান ছিল ১০.৫১ কোটি ইউনিট।

স্ট্রাটেজি অ্যানালেটিক্স এর তথ্য মতে ২০১৭  সালের তুলনায় ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে মোট ১১  শতাংশ স্মার্টফোন বিক্রি কমেছে। এই সময়ে অ্যাপল  ও শাওমি সবথেকে বেশি মার্কেট শেয়ার  হারিয়েছে চিনে।

বিজ্ঞাপন

সারা বিশ্বে আইফোনের এই ধ্বসে চিন্তায় ফেলে দিয়েছে  টিম কুকের অ্যাপলকে  । এই পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়াতে বিশ্বের সবথেকে বড় স্মার্টফোন বাজার চিনে ভালো ব্যবসা করা প্রয়োজন ছিল অ্যাপলের । তবে অ্যাপল এর মন্দা গেলেও মার্কেট কাপাচ্ছে হুয়াওয়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বাজার হারালেও চিন এবং ইউরোপে ভালো জনপ্রিয়তা রয়েছে ব্র্যান্ডটির। প্রতিষ্ঠানের দেওয়া তথ্যানুসারে ১৭০টি দেশের ৫০ কোটি গ্রাহক হুয়াওয়ে ফোন ব্যবহার করেন।

বিজ্ঞাপন