বিদেশ ভ্রমনকারীদের জন্য গ্রামীণফোনের বিশেষ অফার

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

গ্রামীণফোনে অতি সম্প্রতি নিয়ে এসেছে একটি বিশেষ রোমিং ইন্টারনেট বান্ডেল ও কম্বো অফার। এই অফারটি নির্দিষ্ট দেশ ভিত্তিক এবং ৩৪টি দেশের নির্দিষ্ট রোমিং পার্টনার নেটওয়ার্ক এর জন্য প্রযোজ্য।
বুধবার(২৯ জানুয়ারি)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অফার উপভোগ করার জন্য গ্রাহকদেরকে বিদেশ ভ্রমনের সময় নির্দিষ্ট নেটওয়ার্ক বেছে নিতে হবে। 
 
আকর্ষণীয় অফারগুলোর মধ্যে “ডেইলি আনলিমিটেড ইন্টারনেট” এর খরচ মাত্র ৯৯ টাকা। এছাড়াও গ্রাহকদের জন্য রোমিং অফারে থাকছে ৫৯৯ টাকায় “উইকলি আনলিমিটেড ইন্টারনেট”, ২,৫৯৯ টাকায় “মান্থলি আনলিমিটেড ইন্টারনেট”, ৫৪৯ টাকায় ডেইলি কম্বো (আনলিমিটেড ইন্টারনেট, ২০ মিনিট লোকাল ও বাংলাদেশে কল, ১০ মিনিট ইনকামিং কল এবং ১০ টি এসএমএস), ১,৯৯৯ টাকায় “উইকলি কম্বো” (আনলিমিটেড ইন্টারনেট, ১০০ মিনিট লোকাল ও বাংলাদেশে কল, ৩০ মিনিট ইনকামিং কল এবং ৩০ টি এসএমএস) এবং শুধুমাত্র সৌদি আরবের  জন্য প্রযোজ্য ৪,৯৯৯ টাকার “হজ কম্বো” (৪৫ দিন মেয়াদে আনলিমিটেড ইন্টারনেট, ১০০ মিনিট লোকাল ও বাংলাদেশে কল, ১০০ মিনিট ইনকামিং কল এবং ১০০ টি এসএমএস)।
 
গ্রাহকরা *১২১*৬*৬*৪# ইউএসএসডি কোড ব্যবহার করে রোমিং ইন্টারনেট বান্ডেল ও কম্বো অফার ব্যবহার করতে পারবেন।
রোমিং এর জন্য সিকিউরিটি ডিপোজিট ৭০% হ্রাস করা হয়েছে। কোন একটি বান্ডেল বা কম্বো ক্রয়ের জন্য গ্রাহকদের সরাসরি চার্জ করা হবে। এই ইন্টারনেট বান্ডেল ও কম্বো অফারগুলোর নবায়ন স্বয়ংক্রিয়ভাবে হবে না। মেয়াদ শেষ হওয়ার সময় গ্রাহকদের এসএমএস বিজ্ঞপ্তি দেওয়া হবে। পুন:ব্যবহারের গ্রাহকদেরকে নির্দিষ্ট বান্ডেল বা কম্বো পুনরায় ক্রয় করতে হবে। গ্রাহকরা একটি নির্দিষ্ট বান্ডেল যত বার ইচ্ছা ক্রয় করতে পারবে।
 
নির্দিষ্ট পরিমান ইন্টারনেট ব্যবহারের পর (ডেইলি আনলিমিটেড এ ৩০০ এমবি, উইকলি আনলিমিটেড এ ১ জিবি এবং মান্থলি আনলিমিটেড ও হজ্জ্ব কম্বো-তে ৩.৫ জিবি) ইন্টারনেট ব্রাউজিং এর গতি ২৫৬ কেবিপিএস-এ কমিয়ে আনা হবে। বাংলাদেশের বাইরের রোমিং সহযোগিদের তালিকা গ্রামীণফোন ওয়েবসাইটে উল্লেখ করা আছে। সহযোগিদের সাথে সমঝোতার উপর ভিত্তি করে এই তালিকা ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে।
 
যদি গ্রাহকরা নির্দিষ্ট রোমিং সহযোগির ব্যতিরেকে অন্য কোন নেটওয়ার্ক ব্যবহার করেন তবে তাদের নিয়মিত ভয়েস ও এসএমএস রোমিং ট্যারিফ প্রদান করতে হবে এবং তারা ইন্টারনেট রোমিং সেবা ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র স্ট্যানডার্ড রোমিং ও ইন্টারনেট রোমিং গ্রাহকরা ডাটা বান্ডেল ও কম্বো ক্রয় করতে পারবেন। 
পরবর্তী কোন ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অফারটিই অপরিবর্তনশীল থাকবে এবং জানুয়ারি ২২, ২০১৯ তারিখে এর নতুন ট্যারিফ নির্ধারন করা হয়েছে।