হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯’র সাথে রবি ও এয়ারটেলের বান্ডেল অফার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

হুয়াওয়ের সর্বশেষ স্মার্টফোন ওয়াই সেভেন প্রো ২০১৯’র সাথে আকর্ষণীয় বান্ডেল অফার এনেছে রবি ও এয়ারটেল। অফারটির আওতায় ১৫ দিন মেয়াদী ৪ জিবি (২ জিবি যেকোন এবং ২ জিবি ৪.৫জি নেটওয়ার্কে) ডেটা উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা।

বুধবার(১৩ ফেব্রুয়ারি)  রাজধানীর রবি কর্পোরেট অফিসে বান্ডেলটি উদ্বোধন করেন। রবি’র ভাইস প্রেসিডেন্ট অবিনাশ মাথুর এবং হুয়াওয়ে’র কনজ্যুমার বিজনেস গ্রুপ’র (বাংলাদেশ) চানেল ডিরেক্টর শ্যানন ই ।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/13/1550052016110.jpg

ফেস আনলক ও ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সম্বলিত স্মার্টফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। রবি ও এয়ারটেল’র ওয়াক-ইন-সেন্টার এবং হুয়াওয়ে’র সেলস আউটলেটের পাশাপাশি রবি’র ই-কমার্স সাইট রবিশপ ডটকমেও পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।

বিজ্ঞাপন

রবিশপ থেকে হ্যান্ডসেটটি কিনলে ছয় মাসের ইএমআই (প্রতি মাসে ২ হাজার ৮৩৪ টাকা), বিনামূল্যে একটি ব্লুটুথ হেডসেট ও হোম ডেলিভারি সুবিধা পাবেন গ্রাহকরা। 

হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ২৬ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি রম, ১৬ এমপি ফ্রন্ট ও ১৩ এমপি + ২ এমপি ব্যাক ক্যামেরা এবং ৪ হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি। মিডনাইট ব্ল্যাক, অরোরা ব্লু ও কোরাল রেড- বাজারে এই তিনটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

আরো সংবাদ

দুর্দান্ত ব্যাটারি আর ওয়াটার ড্রপ নচ নিয়ে হুয়াওয়ে ওয়াই ৭ প্রো ২০১৯