কল্পনা আর বাস্তবের জগত যখন হলোলেন্স ২ দিয়ে

  • আইসিটি ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

হলোলেন্স

হলোলেন্স

প্রযুক্তির উন্নয়নে কাজ করে যাচ্ছে হাজারো প্রতিষ্ঠান। তারা চায় ব্যবহারকারীদের কাছে তুলে দিতে অভিনব সব ফিচারের গ্যাজেট গুলো। তবে ভি আর বা ভারচুয়াল রিয়েলিটি যা আপনার চারপাশ দেখার দৃষ্টিভঙ্গিকেই পালটে দিয়েছে।

তারই অন্যতম মহান কারিগর মাইক্রোসফট। মাইক্রোসফটের প্রথম হলোলেন্সটি বাজারে ছাড়ার পরে ব্যাপক সাড়া জাগিয়েছিল গ্রাহকদের মাঝে। তারই ধারাবাহিকতায় এইবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (২০১৯) এ প্রদর্শন করেছিল তাদের হলোলেন্স-২।

বিজ্ঞাপন

কিন্তু কি আছে এই ‘হলোলেন্স-২’ এ

কল্পনা আর বাস্তব জগতের মাঝামাঝি রাখবে এই হলোলেন্সটি আপনাকে। এর লার্জ ফিল্ড ভিউ দিয়ে যেকোন বস্তুকে থ্রীডি ভিউতে দেখতে এবং ভারচুয়াল্লি ধরতে পারবেন।

বিজ্ঞাপন

হলোলেন্সটির আই ট্র্যাকিং সেন্সর বুঝতে পারবে আপনি কোথায় তাকাবেন এবং আপনার পরবর্তী অ্যাকশনটি কি হতে পারে। এর দুটো চোখেই থাকছে ফোর কে (৪কে) কোয়ালিটির ডিসপ্লে।

এই হলোলেন্স-২ নিয়ন্ত্রণ করতে প্রয়োজন হ্যান্ডস ট্র্যাকিং মোশন এবং ভয়েজ কন্ট্রোল। এতে ব্যবহৃত হয়েছে স্পীকার, ৮মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে ভিডিও কনফারেন্সিং এর জন্য।

তবে এই হলোলেন্স২ সর্বসাধারণের জন্য নয় বিশেষ কাজে নিয়োজিত মানুষদের জন্য তৈরি করা হয়েছে এটি। এই বছরের শেষ দিকে বাজারে ছাড়ার কথা আছে এবং এর মূল্য হবে ৩,৫০০ মার্কিন ডলার।

তথ্যসূত্রঃ দ্যা ভার্জ