শিশুদের জন্য স্যামসাংয়ের টেক একাডেমি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

কোডিং, প্রোগ্রামিং, মাইক্রোসফট অফিস, কম্পিউটার ও ইন্টারনেট সংক্রান্ত প্রাথমিক শিক্ষাসহ আরও কয়েকটি প্রযুক্তিগত বিষয় নিয়ে শিশুদের প্রশিক্ষিত করতে ‘জুনিয়র সফটওয়্যার একাডেমি’ নামে একটি আইটি একাডেমি চালু করেছে স্যামসাং। ৮ মার্চ থেকে স্যামসাং আরঅ্যান্ডডি ইন্সিটিটিউট বাংলাদেশে (এসআরবিডি) এর প্রথম সেশনের কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

রোববার (১০ মার্চ) স্যামসাং বাংলাদেশ কতৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৩০জন শিক্ষার্থী জুনিয়র সফটওয়্যার একাডেমিতে অংশ নিয়েছে। সপ্তাহের প্রতি শুক্রবার ক্লাস নেওয়া হবে। এতে শিক্ষার্থীরা স্যামসাংয়ের ইতিহাস, স্যামসাং পণ্য সম্পর্কে জ্ঞান এবং অ্যান্ড্রয়েড ওপেন সোর্স সিস্টেম সম্পর্কে জানতে পারবে। সফটওয়্যার ডেভলপ করতে বেসিক কোডিং ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের শিক্ষার প্রতিফলন ঘটাতে পারবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইয়ুন বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই সফটওয়্যার একাডেমির উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এখান থেকে অর্জন করা জ্ঞান ভবিষ্যত শিক্ষাগ্রহণে শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি তাদের মাঝে প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করার ইচ্ছাশক্তি তৈরি করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশকে টেক জায়ান্ট হিসেবে পরিচিতি পেতে সহায়তা করতে চাই আমরা যার শুরু শিশুদেরকে নিয়ে। আজকের শিশুরাই ভবিষ্যতে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’