সম্ভাবনার বাজার সম্পর্কে জানাতে জাপান ডে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

জাপানের তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বেসিস সফটএক্সপো প্রদর্শনীর দ্বিতীয় দিনে পালিত হলো জাপান ডে।

বুধবার (২০ মার্চ) বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জাপানের বাজারে দেশের তথ্যপ্রযুক্তির প্রসার নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাপানের সহযোগিতা বরাবরই ইতিবাচক। সম্প্রতি জাপানকে বাংলাদেশে তাদের কার্যক্রমে সহায়তা প্রদান এবং বাংলাদেশের সম্ভাবনা বিবেচনায় সরকার জাপানকে ৪০০ হেক্টর জমি প্রদান করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। আগামী ৫ বছরে এ সর্ম্পকের আরো উন্নতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, দেশের বাজার বৃদ্ধিতে জাপানে খোলা হচ্ছে বাংলাদেশের ডেস্ক একইভাবে বাংলাদেশেও থাকবে জাপানের ডেস্ক। বর্তমানে দেশে জাপানের চলমান প্রকল্প যেমন- জাইকার সহায়তায় মেট্রোরেল, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, পোর্ট, বিভিন্ন ইনফ্রাস্টাকচার, রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট, বাংলাদেশের বর্তমান জিডিপিতে রিলায়েবল পাওয়ার ব্যবহারের কথাও তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন