সাবস্ক্রাইবার সংখ্যার দিক দিয়ে এক নম্বর ইউটিউব চ্যানেল টি-সিরিজ
ঘরে বসে এখন কম মানুষই টিভি দেখেন। যেখানে মূলত অনুষ্ঠান থেকে বিজ্ঞাপনের সময়ই দীর্ঘ হয় বেশি। তাইতো সবাই এখন ঝুঁকছেন ইউটিউবের দিকে। আর এই ইউটিউব চ্যানেলে কার কত কনটেন্ট, কত হাজার ভিউ কিংবা সাবস্ক্রাইবার সংখ্যা কত? এই নিয়ে চ্যানেলগুলোর মধ্যে চলতে থাকে ব্যাপক প্রতিযোগিতা।
এদিকে সাবস্ক্রাইবার সংখ্যার দিক দিয়ে এখন বিশ্বের শীর্ষ স্থানে আছে ভারতীয় ইউটিউব চ্যানেল টি-সিরিজ। বর্তমান চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৯০.৪৫৮ মিলিয়ন। যেখানে টি-সিরিজের অন্যতম প্রতিদ্বন্দ্বী পিউডাইপাই এর সাবস্ক্রাইবার ৯০.৪৫২ মিলিয়ন।
তবে এই সংখ্যা প্রতি সেকেন্ডেই ওঠা-নামা করছে। গতমাসে ৮ সেকেন্ডের ব্যবধানে পিউডাইপাই থেকে এগিয়ে ছিল টি-সিরিজ।
সুপার ক্যাসেট ইন্ডাস্ট্রি পরিচালিত একটি ব্যবসা টি-সিরিজ। ১৯৮০ সালে ভারতীয় প্রযোজক গুলশান কুমার এই ফিল্ম এন্ড সাউন্ড প্রোডাকশন কোম্পানিটি প্রতিষ্ঠিত করেছেন।
বর্তমানে টি-সিরিজের নির্বাহী কর্মকর্তা তার ছেলে ভুষাণ কুমার। সম্প্রতি গুলশান তার এক টুইট বার্তায় ভারতীয়দের কাছে আবেদন জানায়, টি-সিরিজে সাবাস্ক্রাইব করার জন্য। যাতে করে বিশ্বের এক নম্বর চ্যানেলের মর্যাদা অর্জন করতে পারে টি-সিরিজ।