রবি'র ইমো অফার

  • আইসিটি ডেস্ক , বার্তা২৪ ডটকম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে ইমো ব্যবহারের ক্ষেত্রে সেরা সেবা প্রদান করতে জনপ্রিয় অ্যাপ-ভিত্তিক কমিউনিকেশন সল্যুশন ইমো’র সাথে চুক্তি সই করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি।  

চুক্তি অনুযায়ী ‘রবি বেস্ট ফর ইমো ইন বাংলাদেশ’ ক্যাম্পেইনের আওতায় বিশেষ ইমো ডাটা প্যাক এনেছে রবি; ৩০ দিন মেয়াদি ১জিবি ইমো ডাটা প্যাকের মূল্য মাত্র ৪৯ টাকা। বর্তমানে একই মূল্য ও মেয়াদে চলমান অফারগুলোর মধ্যে এর মূল্য অনেক কম। *৪# ডায়াল করে অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বিজ্ঞাপন

এ অফারে গ্রাহকরা রবি’র নেটওয়ার্কের মাধ্যমে কম সময়ে ভিডিও কল সংযোগ এবং নিরবচ্ছিন্ন এইচডি ভিডিও সেবা উপভোগ করতে পারবেন।