আর্টিসানের পোশাক এখন দারাজে

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমানে নির্ভেজাল কেনা কাটা করতে এখন মানুষ অনলাইন শপিং সাইটগুলোর দিকেই বেশি ঝুঁকছে। তারই ধারাবাহিকতায় অনলাইন শপিং মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ সম্প্রতি যুক্ত হয়েছে আর্টিসান আউটফিটারস লিমিটেডের সঙ্গে।

আর তাই ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে আগামী মাসেই আর্টিসান তাদের সমস্ত অফলাইন ব্র্যান্ডগুলোকে দারাজে অন্তর্ভুক্ত করবে। সেই সঙ্গে প্রাথমিকভাবে এখন থেকে দারাজ এবং আর্টিসান উভয় প্ল্যাটফর্মে একই ডিসকাউন্টে শপিং করা যাবে।

বিজ্ঞাপন

দারাজ বাংলাদেশ লিমিটেডের বনানীর সদর দফতরে আর্টিসান ও দারাজের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় আর্টিসান আউটফিটারস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. শামীম আলম, চিফ অপারেটিং অফিসার ও এম.হাসান অপু। দারাজ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুমাইয়া রহমান, ক্যাটাগোরি পরিচালক - ফ্যাশন অ্যান্ড এফ এম সি জি, দেভাকর দে শুভ, অ্যাকুইজিশন ম্যানেজার, মো. শামীম আহমেদ সুমন, ক্যাটাগোরি ম্যানেজার- মেন্স ফ্যাশন, অ্যাকুইজিশন এক্সিকিউটিভ ও মো. হাসিবুর রহমান হাসিব, কি অ্যাকাউন্ট ম্যানেজার প্রমুখ।