স্মার্টফোনে দেখা যাবে গুগলের নতুন পরিবর্তন

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্মার্টফোনে দেখা যাবে গুগলের নতুন পরিবর্তন, ছবি: সংগৃহীত

স্মার্টফোনে দেখা যাবে গুগলের নতুন পরিবর্তন, ছবি: সংগৃহীত

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ইন্টারফেসে পরিবর্তন আসছে। তবে এই পরিবর্তন প্রাথমিকভাবে শুধু স্মার্টফোনেই দেখা যাবে। তাই এখন থেক মোবাইলে গুগল সার্চ রেজাল্টের তথ্যগুলো কোন উৎস থেকে আসছে এবং একজন ইউজার কোন তথ্যটি খুঁজছেন তা সহজেই বেছে নিতে পারবেন।

মূলত এখন থেকে সার্চ রেজাল্টে ওয়েবসাইটের লিংকগুলোর সোর্স ওপরে দেওয়া থাকবে। যা থেকে একজন ইউজার সঠিক সাইটটি খুব সহজে দ্রুত খুঁজে পাবেন।

বিজ্ঞাপন

তবে আগে যেমন সার্চ রেজাল্টের সাইটের সোর্সগুলো ছোট অক্ষরে দেখা যেত, এখন তা কোনো ওয়েবসাইটের লিংক স্পষ্টভাবে দেখা যাবে। এই নতুন পরিবর্তনে কোনটি বিজ্ঞাপনের লিংক তা সহজেই বোঝা যাবে। ফলে এখন থেকে আর ভুলবশত বিজ্ঞাপনের লিংকে ক্লিক করার ভয় থাকবে না।

গুগল সার্চের সিনিয়র ইন্টারঅ্যাকশন ডিজাইনার জ্যামি লিচ বলেন, সার্চ করা রেজাল্টে সেই সাইটের নাম ও আইকনটি ওপরের দিকে থাকবে। যা একজন ইউজারকে অসংখ্য সার্চ রেজাল্ট থেকে তার প্রয়োজনীয় সাইট বেছে নিতে সাহায্য করবে।

বিজ্ঞাপন

যদিও এই পরিবর্তনটি প্রথমিকভাবে স্মার্টফোনে দেখা যাবে, যা ভবিষ্যতে ডেক্সটপের ডিজাইনেও দেখা যাবে।

-গ্যাজেটস নাও অবলম্বনে