এবার আসছে টিকটক ফোন!

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপ টিকটক বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছ। টিকটকের জনপ্রিয়তার পর এবার ফোন আনবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির মালিকানাধীন চীনা ভিত্তিক প্রতিষ্ঠান বাইট ড্যান্স।

যেখানে টিকটক অ্যাপটি প্রি-ইন্টসল থাকবে যা কিনা অ্যাপেলর মিউজিক অ্যাপকে টেক্কা দিতে আসছে বলে টেক দুনিয়ায় গুঞ্জন উঠেছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বেশ কিছুদিন ধরে তাদের নিজস্ব স্মার্টফোন তৈরির কাজ করছে। আর একে বলা হচ্ছে 'টিকটক ফোন'। এতে টিকটক অ্যাপ্লিকেশনটি ছাড়াও বাইট ড্যান্সের নিউজ প্লাটফর্ম ‘জিনরি টুটিয়াও’ অ্যাপ্লিকেশন সার্ভিসটি থাকবে।

ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাইটড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ইয়িমিং এর দীর্ঘদিনের পরিকল্পনা স্মার্টফোনের বাজারে প্রবেশ করা এবং নিজস্ব কোম্পানির অ্যাপ্লিকেশন সার্ভিসগুলোকে তাদের ফোনের মাধ্যম গ্রাহকদের কাছে অ্যাপগুলোকে আরও জনপ্রিয় করে তোলা।

বিজ্ঞাপন

দ্যা ভার্জ এর প্রতিবেদন অনুসারে, বাইটড্যান্স এই বছরের প্রথম দিকে ‘স্মার্টিসান’ নামের একটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। বাইটড্যান্স বলছে এই চুক্তি তাদেরকে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সহায়তা করবে।

তবে এই টিকটক ফোনটির ফিচারে কি কি থাকবে, কবে নাগাদ বাজারে পাওয়া যাবে এবং এর বাজারমূল্য কত হবে তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, সম্প্রতি ভারতসহ বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে টিকটক, ভারতের বিভিন্ন প্রদেশেও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় অ্যাপটি।

যদিও বর্তমানে মার্কিন প্রশাসন চীনা কোম্পানিগুলোকে কালোতালিকাভুক্ত করেছে। সেজন্য টিকটক ফোন বাজারে কতটা প্রভাব বিস্তার করতে পারে এ নিয়ে মানুষের মাঝে ভিন্ন মত রয়েছে। কিন্তু টিকটকের জন্য নতুন ভাবে স্মার্টফোন তৈরির মুখ্য বাজার হবে ভারত। কারণ ভারতের একটি বিশাল জনগোষ্ঠী টিকটক ব্যবহার করছে।

তবে নিজস্ব ব্র্যান্ডে মুঠোফোন তৈরি করা এবারই প্রথম নয়। এর আগে আমাজনের নিজস্ব ‘ফায়ার ফোন’ বাজারে ছাড়ে যেখানে শুধুমাত্র তাদের অ্যাপগুলোকে প্রোমোট করা হত। অবশ্য এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় আমাজনের ফায়ার ফোন। শুধু আমাজনই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি’র সাথে মিলে তাদের ফেসবুক ফোন ছাড়ে। এটিও অল্প কিছুদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়ে স্মার্টফোনের বাজার থেকে।

সূত্র: দ্যা ভার্জ।