রবির মাই স্পোর্টস ক্রিকেট ওয়ার্ল্ডকাপ লাইভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

আসন্ন বিশ্বকাপের ৪৮টি ম্যাচ লাইভ দেখা যাবে রবির ডিজিটাল স্পোর্টস এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম মাই স্পোর্টসে।

গ্রাহকরা এক দিনের বা পাঁচ দিনের প্যাক সাবস্ক্রাইব করতে পারবেন। ভ্যাট, সারচার্জ ও সম্পূরক শুল্কসহ দৈনিক প্যাকের মূল্য ২ টাকা ৪৪ পয়সা এবং পাঁচ দিনের প্যাকের মূল্য ৬ টাকা ০৯ পয়সা।

বিজ্ঞাপন

দৈনিক প্যাকের জন্য স্টার্ট এসপি (START SP) এবং পাঁচ দিনের প্যাকের জন্য স্টার্ট এসপিডব্লিউ (START SPW) লিখে ২২২২২ নম্বরে ডায়াল করতে হবে।