এক বিলিয়ন মুনাফা হারিয়ে নতুন শঙ্কায় উবার

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ৩ মাসে ১ বিলিয়নেরও বেশি ডলার মুনাফা হারিয়েছে আন্তর্জাতিক রাইড শেয়ারিং অ্যাপ উবার। ফলে সাম্প্রতিক সময়ে কোম্পানির লাভ করার ইস্যুতে শঙ্কায় পড়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের একই সময়ে উবার ৩.৭৫ বিলিয়ন ডলার মুনাফা লাভ করেছে।

উবারের প্রকাশিত আয় ব্যায়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

উবার প্রথমবারের মতো জনসাধারণের কাছে তাদের আয় ব্যয়ের বিষয়টি প্রকাশ করেছে। উবারের দীর্ঘ প্রতীক্ষিত ওয়াল স্ট্রিট অভিষেকটি দ্রুত ৪২ ভাগের শেয়ারের লেনদেনের প্রথম দিনেই ৪৫ ডলারের আইপিও মূল্যের নিচে নেমে আসে।

বৃহস্পতিবার কোম্পানিটির প্রতিবেদনে বলা হয়। উবার স্টকটি ৪০ ডলারের কাছাকাছি ট্রেডিং করে অথবা আইপিও ১১ শতাংশের নিচে নেমে আসে। পরে বহস্পতিবার বিকেলে ট্রেডিংয়ে ৪ শতাংশ বাড়ে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক গণমাধ্যম গুলো বলছে, মূলত প্রতিযোগীদের কারণে উবারের মুনাফা ঘাটতি হয়েছে। গত এক বছরে অন্যান্য রাইড শেয়রিং প্রতিষ্ঠানগুলো উবারকে ভালোই টক্কর দিয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা যা অর্জন করেছি এতে গর্বিত। আমি আমার কর্মীদের বলেছি, এটাই শেষ নয়। আমাদের আরও বহুদুর যেতে হবে।’