অপোর লুকানো সেলফি ক্যামেরা
স্মার্টফোনের বাজার কাঁপাতে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো দারুণ সব ফিচারের পাশাপাশি ক্যামেরায়ও নিয়ে আসে নতুনত্ব। এর মধ্যে ট্রেন্ডি পপআপ সেলফি ক্যামেরা, সাইড থেকে ক্যামেরা এবং পাঞ্চ হোল ক্যামেরা ফিচার স্মার্টফোন প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
তবে এখন থেকে আর সেলফি ক্যামেরার লেন্স দেখা যাবে না বলছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। এখানে সেলফি ক্যামেরা লুকানো থাকবে, হ্যাঁ এবার স্মার্টফোন নির্মাতা অপো ক্যামেরায় নতুনত্ব নিয়ে আসতে যুক্ত করছে ‘আন্ডার ডিসপ্লে’ বা ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা।
সোমবার (৩ জুন) প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান শেন অপোর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা লুকানো। ফোনে ক্যামেরাটির অবস্থান কোথায় তা দেখা যাচ্ছে না।
সধারণত স্মার্টফোনের সেলফি ক্যামেরা যেখানে থাকে অপো’র এই ফোনে খালি চোখে এর সেলফি ক্যামেরাটি দেখা যায় না। মূলত ফোনের মাঝখানে ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরাটি সেট করা হয়েছে।
তবে এই ফোনের মডেল কী, কবে নাগাদ বাজারে পাওয়া যাবে বা বাজারমূল্য কতো হবে তা এখনও জানায়নি অপো।
সূত্র: জিএসএম এরিনা
For those seeking the perfect, notchless smartphone screen experience – prepare to be amazed. ?
You are taking a very first look at our under-display selfie camera technology. RT! ? pic.twitter.com/FrqB6RiJaY — OPPO (@oppo) June 3, 2019