১৩ মিনিটেই ফুল চার্জ!
স্মার্টফোন কিনতে গেলে ব্যবহারকারীরা প্রথমেই যে বিষয়ে বিশেষ নজর দেন তা হচ্ছে ব্যাটারি লাইফ। কত অ্যাম্পিয়ারের ব্যাটারি, সুপারফাস্ট চার্জিং আছে কিনা ও কতক্ষণ ব্যাকঅ্যাপ দেবে।
আর এসব দিক বিবেচনা করে চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ভিভো’র স্মার্টফোনে যোগ করছে সবচেয়ে শক্তিশালী দ্রুতগতির চার্জিং প্রযুক্তি।
বৃহস্পতিবার (২০ জুন) ভিভো এক বিজ্ঞপত্তিতে জানায়, তাদের স্মার্টফোনে নিয়ে আসছে সুপার ফ্ল্যাশচার্জিং ১২০ ওয়াট প্রযুক্তি। প্রতিষ্ঠানটি দাবি করছে, এতে ব্যহৃত ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ১৩ মিনিট। তবে নতুন এই প্রযুক্তিটি ঠিক কিভাবে কাজ করবে তা জানায়নি ভিভো।
ভিভোর প্রোডাক্ট ম্যানেজার চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে লেখেন, ‘ভিভোর ফোনটি ১০-১৪ পার্সেন্ট চার্জ হতে সময় নেবে ১৬ সেকেন্ডস।’
সম্প্রতি চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি ১০০ ওয়াটের সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত করেছে। যা দিয়ে একটি ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেবে ১৭ মিনিট। এর আগে সবচেয়ে দ্রুতগতির সুপার ফাস্ট ভোক চার্জারের সাথে পরিচয় করিয়ে দেয় ভিভো। যার ৩৪০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ হতে সময় নেয় ৩৫ মিনিট।
চীনার সাংহাইতে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভিভো ক্রেতাদের মাঝে পরিচয় করিয়ে দিবে ৫জি সাপোর্ট ডিভাইস ও এই সুপার ফ্ল্যাশচার্জ।
সূত্র: দ্যা ভার্জ