মটোরোলার ওয়ান ভিশনের পর আসছে ওয়ান অ্যাকশন

  • আইসিটি ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

মটোরোলা মোবাইল ফোন

মটোরোলা মোবাইল ফোন

স্মার্টফোনের বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় অনেকটা পিছিয়ে পড়েছে এক সময়ের জনপ্রিয় স্টাইলিশ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। সম্প্রতি বাজারে মটোরোলার ওয়ান ভিশন স্মার্টফোনটি বাজারে আসার পরেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারই ধারাবাহিকতায় এবার মটোরোলার ‘ওয়ান অ্যাকশন’ নতুন ফোন বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিষয়ের বিভিন্ন সাইটে ফাঁস হওয়া ছবিতে দেখা যায় মটোরোলা ওয়ান অ্যাকশন ডিজাইনের দিক থেকে অনেকটা ওয়ান ভিশনের মত। তবে আকর্ষণীয় সব ফিচারের সঙ্গে মটোরলা ওয়ান অ্যাকশানকে বলা হচ্ছে বাজেট ফোন।

বিজ্ঞাপন

ফোনটির পেছনে ক্যামেরা সেকশনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এরমধ্যে ১২.৬ মেগাপিক্সেল প্রধান সেন্সর, একটি অ্যাকশন ক্যামেরা এবং ১১৭ ডিগ্রীর ওয়াইড অ্যাঙ্গেল ভিউ ক্যামেরা।

সেলফি তোলার জন্য এতে রয়েছে ট্রেন্ডি পাঞ্চহোল সেলফি ক্যামেরা।

বিজ্ঞাপন

মটোরোলা ওয়ান অ্যাকশনে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে সেকশনে থাকছে নচবিহীন ট্রেন্ডি পাঞ্চহোল ডিসপ্লে।

ফোনটির সর্বোচ্চ পারফরমেন্স নিশ্চিত করতে ব্যবহৃত হয়েছে এক্সিনস ৯৬০৯ এসওএস প্রোসেসর।এর পাওয়ার ব্যাকআপ দিতে থাকছে ৩ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।

যদিও বাজেট ফোন বলা হচ্ছে মটোরোলা ওয়ান অ্যাকশনকে তবে এর বাজারমূল্য কত এবং কবে নাগাদ বাজারে পাওয়া যাবে এ বিষয়ে কিছু জানায় নি প্রতিষ্ঠানটি।