পরিবহনে জনপ্রিয় অ্যাপ ‘যাত্রী’র সেবায় ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন রবি'র এলিট গ্রাহকরা। এ বিষয়ে কোম্পানি দুটির মধ্যে সম্প্রতি চট্টগ্রামে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এমওইউর আওতায় গাড়ি ভাড়া করার পাশাপাশি বাস বা লঞ্চের টিকিট কিনতে ১০ শতাংশ ছাড় পাবেন এলিট গ্রাহকরা।
যাত্রী অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া ছাড়াও সহজে ও দ্রুত টিকেট কেনা যায়। এই সুবিধা পেতে ১২১৩ নম্বরে 'EliteJatri’ লিখে একটি ফ্রি এসএমএস পাঠাতে হবে গ্রাহকদের।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি'র চট্টগ্রাম মেট্রোর সিনিয়র রিজিওনাল হেড, মো. তারিকুল ইসলাম; এরিয়া ম্যানেজার, মো. আল হাসান; জিটিএম ম্যানেজার মো. সালমান কায়সার। যাত্রীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিভাগীয় ব্যবস্থাপক, খন্দকার সোহানুর রহমান; ডেপুটি ডিভিশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন; এক্সিকিউটিভ মোহাম্মাদ মাইনুল হাসান।
বিশ্বখ্যাত আইফোনের তাইওয়ানের চুক্তিভিত্তিক অংশীদার পেগাট্রোনের বেশির ভাগ শেয়ার কিনে নিচ্ছে ভারতের শিল্পগ্রুপের প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিকস।
এ বিষয়ে টাটা ইলেকট্রনিকস এবং পেগাট্রোনের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
খবরে বলা হয়, ভারতের শিল্পগ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিকস আইফোনের তাইওয়ানের চুক্তিভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান পেগাট্রোনের ৬০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে। এ বিষয়ে টাটা ও পেগাট্রোনের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে।
চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়ার পর অন্য কোনোদেশে আইফোন নির্মাণের জন্য প্ল্যান্ট তৈরির অংশ হিসেবে ভারতকে বেছে নেয় অ্যাপল করপোরেশন।
ভারতে আইফোন নির্মাণের আরো দুটো প্ল্যান্ট রয়েছে। এর একটির অংশীদার টাটা ইলেকট্রনিক এবং ফক্সকন। পেগাট্রোনের ৬০ শতাংশ শেয়ার কেনার মাধ্যমে টাটা ইলেকট্রনিক তৃতীয় আরেকটি প্ল্যান্ট খুলছে।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে টাটা ইলেকট্রনিকস এবং পেগাট্রোনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে জানা গেছে, টাটা ও ফক্সকনের যৌথ উদ্যোগে ভারতের নতুন প্ল্যান্টে ভারত আইফোনের নিত্যকার কাজ করবে এবং ফক্সকন কারিগরি সহায়তা দান করবে।
বর্তমানে এই দুটো কোম্পানি ভারতের কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)-এর কাছে অনুমোদনের জন্য ফাইল দাখিল করার প্রস্তুতি নিচ্ছে।
টাটা-পেগাট্রোনের প্ল্যান্টের হাজার স্টাফ রয়েছে এবং তারা বছরে ৫ মিলিয়ন (৫০ লাখ) তৈরি করবে।
চলছে ভিভোর ভি সিরিজের এ বছরের শেষ স্মার্টফোন ভিভো ভি৪০ লাইটের ফার্স্ট সেল পর্ব। আল্ট্রা স্টাইলিশ ডিজাইন, ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ ও এআই ক্যামেরা ফিচার নিয়ে ইতোমধ্যেই সাড়া ফেলেছে নতুন এ ডিভাইসটি। সবচেয়ে বেশি নজড় কেড়েছে টাইটানিয়াম সিলভার কালারের ভিভো ভি৪০ লাইট। পাশাপাশি এমারেল্ড গ্রিন নামের আরেকটি কালারে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। এতে রয়েছে অরা লাইট পোর্ট্রেট ও এআই ফিচার সমৃদ্ধ ক্যামেরা।
স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫, যার আন-তু-তু টেস্ট স্কোর ৩,৭০,০০০ এর বেশি। ড্রপ টেস্ট স্কোর ৩২ হাজার হওয়ায় হাত থেকে পড়ে গেলেও বেশ নিশ্চিন্তে থাকা যাবে। পাশাপাশি ভলিউম বাটনটি প্রেস টেস্ট স্কোর দেড় লাখ, পাওয়ার বাটন প্রেস টেস্ট স্কোর পাঁচ লাখ। এমনকি এক্সট্রিম এনভায়রনমেন্ট টেস্টেও ভালো পারফরমেন্স করেছে ভিভো ভি৪০ লাইট।
উন্নত সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করতে স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল অডিও স্পিকারের সঙ্গে ৩০০ শতাংশ অডিও বুস্টার। পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে: ৮ জিবি র্যাম + ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ২৮,৯৯৯ টাকা, এবং ৮ জিবি র্যাম + ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩১,৯৯৯ টাকা।
হাই-টেক লুক ও স্লিম ডিজাইনের ডিভাইসটিতে আছে মেটালিক হাই-গ্লস ফ্রেম ও স্মুদ ফিনিশ। ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি মাত্র ৩০ মিনিটে ৮০ শতাংশ পাওয়ার-আপ করবে ডিভাইসটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিকে। রয়েছে ৪ বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা।
ভিভো ভি৪০ লাইটের ফ্রন্টে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর পেছনে আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। এর আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রযুক্তি ধুলো ও পানি থেকে ডিভাইসকে রাখে সুরক্ষিত।
চলতি বছরের শেষ ভি সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ভিভো। সাথে সুখবরও। ভি সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ লাইটের সাথে থাকছে আকর্ষণীয় উপহার। টাইটেনিয়াম সিলভার ডিজাইন, ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ এবং ক্যামেরায় এআই অরা লাইট পোর্ট্রেট থাকছে স্মার্টফোনটিতে।
১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে ফার্স্ট সেলে পর্ব। এই সময়ের মধ্যে ভিভো ভি৪০ লাইট কিনলে উপহার হিসেবে থাকছে ১ হাজার ৯৯৯ টাকা মূল্যের রিরো ব্র্যান্ডের ওয়্যারলেস ইয়ারফোন এল১৫ টিডব্লিউএস, পোস্ট কার্ড এবং ৪ বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা।
ব্যাক সাইডে কুশন-কাট ডায়মন্ড শেইপের ক্যামেরা মডিউল ডিজাইন, চারপাশে মেটালিক হাই-গ্লস ফ্রেম থাকছে স্মার্টফোনটিতে। টাইটেনিয়াম সিলভার রঙের স্মার্টফোনটিতে রয়েছে এক্সক্লুসিভ কালার চেঞ্জিং প্রযুক্তি।
মাত্র আধা ঘণ্টায় ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ৮০% চার্জ করতে পারবে ভিভো ভি৪০ লাইট। সাথে রয়েছে ৪ বছরের ব্যাটারি হেলথ সুবিধা। ওভার নাইট চার্জিং প্রোটেকশনও রয়েছে স্মার্টফোনটিতে।
৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। ১৮০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস, ২৪০০×১০৮০ রেজুলেশন ও ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটির স্ক্রিনটি মূলত মাল্টি টাচ ক্যাপাসিটিভ। ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাওয়া যাবে ভিভো ভি৪০ লাইটে।
স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৭.৭৯ মিলিমিটার এবং ওজন মাত্র ১৮৮ গ্রাম। তাই এটি স্লিম এবং ফ্যাশনেবল হওয়ার পাশাপাশি এক হাতে ব্যবহার উপযোগী। সাথে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং ফা এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ও ওয়েট-হ্যান্ড টাচ প্রযুক্তি।
স্মার্টফোনটির ক্যামেরা এআই ইরেজ ফিচার দিয়েছে ভিভো। এতে কেবল ছবি থেকে অনাকাঙ্ক্ষিত অংশ মুছে ফেলবে তা নয়, পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল রেখে এডিটও করে দেবে স্মার্টফোনটি। সাথে রয়েছে এআই ফটো এনহ্যান্সমেন্ট ফিচার, যা ছবিকে করবে আরও স্পষ্ট। পোর্ট্রেট ফটোগ্রাফি তোলার জন্য এতে রয়েছে ভিভোর ভি সিরিজ স্পেশাল এআই অরা লাইট।
ভিভো ভি৪০ লাইটের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ব্যাকসাইডে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ডিভাইসটি। ৮জিবি র্যাম, ১২৮জিবি স্টোরেজের দাম ২৮ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে ৮জিবি র্যাম, ২৫৬জিবি স্টোরেজের স্মার্টফোনটির দাম ৩১ হাজার ৯৯৯ টাকা। ভিভোর যেকোনো অথোরাইজড শোরুম এবং ইস্টোরে পাওয়া যাচ্ছে ভিভো ভি৪০ লাইট।