রিয়েল স্টেট খাতে প্রতিভাবানদের খোঁজে বিপ্রপার্টি ক্যারিয়ার কার্নিভাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে বিপ্রপার্টি ক্যারিয়ার কার্নিভাল। দেশের রিয়েল এস্টেট খাতের  মার্কেটপ্লেস বিপ্রপার্টি এই খাতের সম্ভাব্য প্রতিভাবান প্রার্থীদের খুঁজে বের করার লক্ষ্যে এই কার্নিভালের আয়োজন করে।

সোমবার (৮ জুলাই) কার্নিভালের শেষ দিনে আয়োজন করা  হয় সেমিনারের যার বিষয়বস্তু ছিল আবাসন শিল্পে প্রপ-টেক, মানে সম্পত্তিতে প্রযুক্তির ব্যবহার, ক্যারিয়ার প্ল্যানিং ও প্রস্তুতি। সেমিনারে অংশগ্রহণ করেন কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান মো. রেজাউল হাসান শরীফ এবং ম্যানেজার অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কাজী সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

রেজাউল হাসান শরীফ বলেন, “বিপ্রপার্টি বাংলাদেশের রিয়েল এস্টেট খাতের একমাত্র ওয়ান-স্টপ সল্যুশন। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে গ্রাহকদের সব চাহিদা পূরণ করার জন্য পর্যাপ্ত সংখ্যক দক্ষ জনবল এই খাতে নেই। তাই আমরা বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এই ক্যারিয়ার কার্নিভাল আয়োজন করেছি। রিয়েল এস্টেট খাতের উন্নয়নে মেধাবীরা যেন আরো ভূমিকা রাখতে পারেন সেজন্য পর্যায়ক্রমে আমরা রাজধানীর অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এধরনের কার্নিভালের আয়োজন করব”।

সেমিনার শেষে নিবন্ধিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এসেসমেন্ট টেস্টে।

বিজ্ঞাপন