হুয়াওয়ের বিরুদ্ধে এবার চুরির অভিযোগ

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হুয়াওয়ের বিরুদ্ধে এবার চুরির অভিযোগ, ছবি:সংগৃহীত

হুয়াওয়ের বিরুদ্ধে এবার চুরির অভিযোগ, ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কার্যক্রমে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের পণ্য নিষিদ্ধ করেছে দেশটির বাণিজ্য বিভাগ। কিন্তু এবার মার্কিন প্রসিকিউটারদের অনুসন্ধানে হুয়াওয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলা হয়, হুয়াওয়ে বিভিন্ন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এবং ব্যক্তি থেকে ইন্টেলেকচুয়াল প্রোপার্টি চুরির অভিযোগ রয়েছে। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সাবেক কর্মীদেরকে হুয়াওয়েতে নিয়োগ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স নিউ ইয়র্কের প্রসিকিউটারদের একজন মুখপাত্রের সঙ্গে আলাপ করতে চাইলে তিনি এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে হুয়াওয়ে কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রশাসন হুয়াওয়ের বাণিজ্য নীতি এবং তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন

এর আগে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে চাওয়া এমন ১৩০ টি কোম্পানির আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। নিষেধাজ্ঞায় চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েকে একঘরে করে দিয়েছে মার্কিন প্রশাসন। বিদেশি শত্রুর হাত থেকে দেশের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থাকে রক্ষা করতে হুয়াওয়েসহ বেশকিছু চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন।

সূত্র: গ্যাজেটস নাও