পথেই যখন ইফতার

  • স্টোরি: কামরুল হাসান, ফটো: সুমন শেখ, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সুমন শেখ

ছবি: সুমন শেখ

দিন শেষে ইফতারের সময়ও যেন মানুষের ব্যস্ততা কমে না। সবাই যখন ইফতার নিয়ে ব্যস্ত তখন অনেকেই থাকেন পথে, যানবাহনে অথবা চলন্ত অবস্থায়। ঠিক এই মুহূর্তে মাগরিবের আজান পড়লে কী গতি? অগত্যা ইফতার করতে হয় যে যেখানে আছেন সেখানেই। অন্তত একটু পানি পান করে হলেও। 

Iftar-in-road

বিজ্ঞাপন

ইফতারের সময় হলেও দায়িত্বের বিরতি নেই। সড়কে যানবাহন নিয়ন্ত্রণ কিংবা আইনশৃঙ্খলা রক্ষার ফাঁকেই পানি পান করে রোজা ভাঙতে হয় পুলিশের। মঙ্গলবার (২৮ মে) ঢাকার রাস্তায় ইফতারের সময় এভাবেই পানি পান করছিলেন দায়িত্বরত এক পুলিশ সদস্য।

Iftar-in-road

বিজ্ঞাপন

অনেক রিকশাচালকের ইফতার হয় এভাবে। রাস্তায়ই রিকশা কোথাও দাঁড় করিয়ে পানির বোতল উঁচিয়ে যেন তৃষ্ণা নিবারণের পালা। 

Iftar-in-road 

চলন্ত বাসের মধ্যেই ইফতারের সময় হলে অগত্যা পানি পান করা ছাড়া আর কী উপায় থাকে! এক যাত্রী তাই পানির বোতল নিয়ে এভাবেই ইফতার করছিলেন।

Iftar-in-road

দিনের বেশিরভাগ সময়ই পথে কাটে যানবাহন চালকদের। ইফতারের সময়ও হয়তো স্টিয়ারিং ঘোরাতে থাকেন অনেক চালককে। ২২ রমজানের রাজধানীর ব্যস্ততম একটি সড়কে এক চালক আর তার সহকারীকে এভাবেই ইফতার করতে দেখা যায়।