‘নাকাব’ প্রচারণায় নতুন চমক

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

সায়ন্তিকা এবং নুসরাত

সায়ন্তিকা এবং নুসরাত

নাকাব, দুই বাংলার ছবি।

এর বাংলা অর্থ মুখোশ।

ছবিটি ২০১৫ সালের তামিল ছবি ‘মাস্সু ইঙ্গিরা মাসিলামানি’-এর পুনঃনির্মাণ।

বিজ্ঞাপন

এতে শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নুসরাত এবং সায়ন্তিকা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536498914337.jpg

বিজ্ঞাপন

বাংলাদেশে ছবিটির পরিবেশনার দায়িত্ব জাজ মাল্টিমিডিয়ার কাঁধে।

খুব শীঘ্রই মুক্তি পাবে ‘নাকাব’।

কলকাতায় তো বটেই, সাফটা চুক্তির আওতায় এটি বাংলাদেশেও মুক্তি পাবে।

সেই উপলক্ষে ঢাকায় চলছে জোর প্রচারণা।

নায়িকারা থাকবেন না সেই প্রচারণায়, তা কী আর হয়!

তারাও চলে আসছেন ক’দিন পরেই।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536498974143.jpg
সায়ন্তিকা

বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি বলছেন-

দুই বাংলায় ‘নাকাব’ ছবিটি আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে। আর এই ছবির প্রচারণায় অংশ নিতে দুই দিনের জন্য নুসরাত ও সায়ন্তিকা আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় আসবেন। আমরা ছবি মুক্তি উপলক্ষে ঢাকায় একটা অনুষ্ঠান করারও পরিকল্পনা করেছি। এ অনুষ্ঠানে নুসরাত ও সায়ন্তিকা অংশ নেবেন। এ বিষয়ে প্রাথমিক আলাপ চূড়ান্ত হয়েছে।

‘নাকাব’ প্রযোজনায় কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536499012683.jpg
নুসরাত

পরিচালনায় রাজীব কুমার বিশ্বাস, ভারতীয় নির্মাতা।

শাকিব অভিনয় করেছেন দ্বৈত চরিত্র।

গল্প যেমনঃ

অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পারেন। যোগাযোগও করতে পারেন। হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা হয় শাকিবের। যে কিনা জীবিত অবস্থায় দুটি খুন করেছিলো। আর দেখতে হুবহু তার মতো!

খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে ভূতকে আইনের হাতে তুলে দিতে হবে তাকে। এ এক অন্যরকম চ্যালেঞ্জ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536499826940.jpg
শাকিব খান

নাকাব ছবির চরিত্ররাঃ

  • শাকিব খান- মাস্স/ শক্তি, মাস্স-এর পিতা (দ্বৈত ভূমিকা)
  • নুসরাত জাহান- দিশা, মাস্স এর প্রেমিকা
  • সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়- অনুরাধা, শক্তি’র স্ত্রী এবং মাস্স-এর মা
  • রুদ্রনীল ঘোষ- মাস্সের সবচেয়ে ভালো বন্ধু
  • সুদীপ মুখোপাধ্যায়- সিবিআই কর্মকর্তা
  • খরাজ মুখোপাধ্যায়- ডক্টর
  • ভারত কৌল- প্রধান খলনায়ক
  • সুপ্রিয় দত্ত- প্রধান খলনায়কের সহকারী

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536499904213.jpg

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রেঃ

  • রজতাভ দত্ত
  • অমিত হাসান
  • সাদেক বাচ্চু
  • শিবা শানু

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/09/1536499941425.jpg

আরও পড়ুনঃ

থানায় মামলা, হতবাক ন্যান্সি

মেহরীনের অন্যরকম অর্জন

৫১’তে অক্ষয়