সোহম-ঋত্বিকা দম্পতির স্ট্রাগল লাইফ নিয়ে ‘মিস কল’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

‘জিও পাগলা’ ছবির পর এবার ‘মিস কল’ নিয়ে রূপালি পর্দায় ফিরছেন সোহম-ঋত্বিকা জুটি। রবি কিনাগির পরিচালিত ছবিটির শুটিং নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন এই জুটি। পরিচালনার পাশাপাশি ‘মিস কল’-এর চিত্রনাট্যও লিখেছেন রবি।

বর্তমানে ভারতলক্ষ্মী স্টুডিওতে চলছে ‘মিস কল’-এর শুটিং। ফলে ভারতলক্ষ্মী চত্বরের একাংশ এখন পরিণত হয়েছে বাজারের বাতাবরনে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/30/1556638692260.jpg

বিজ্ঞাপন

শীতের সবজি থেকে শুরু করে সাইকেল, রিকশার স্ট্যান্ড, ফুচকা থেকে ফাস্ট ফুডের স্টল সবই মজুত সেখানে। এরকম একটি বাজার সংলগ্ন পাড়াতেই কৃষ্ণর (সোহম) বাড়ি। মধ্যবিত্ত পরিবারের ছেলে কৃষ্ণ একজন ক্যাব ড্রাইভার।

বাবা-মা-বোন ও স্ত্রীর দায়িত্ব সবই কৃষ্ণর কাঁধে। জীবনে বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে লড়াই করতে হয় তাকে। একদিন অনেক রাতে বাড়ি ফিরে কৃষ্ণ। আর এসেই চৌকিতে ক্লান্ত শরীরটাকে ছড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

হঠাৎ বেজে ওঠে কৃষ্ণর মোবাইল। ঘুম চোখে বেশ বিরক্ত হয়েই পকেট থেকে ফোনটা বের করে। শুয়ে হ্যালো বলতেই ধড়মড় করে উঠে বসে সে। মনে পড়ে যায়, কার্তিকদার হুমকির কথা, সময় মত কিস্তির টাকা না দিলে বউ তুলে নিয়ে যাবে। এরইমধ্যে কাট বলে ওঠেন পরিচালক।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/30/1556638717145.jpg

চিত্রনাট্যে চোখ বোলাতে বোলাতে পরিচালক জানালেন, ‘সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে মিস কল। খবরের কাগজে পড়েছিলাম ঘটনাটি। কৃষ্ণ আর লীলার পরিচয় সেই সূত্রেই।প্রথমে বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে। বিয়ের পরই নিম্ন মধ্যবিত্ত সাংসারিক জীবনের আনন্দ, আবেগ, দুঃখ, হতাশা, বিপদকে সঙ্গে করে নিয়ে এক অল্পবয়সী দম্পতির স্ট্রাগল লাইফই, মিস কলের প্রধান বিষয়। সরল, মধ্যবিত্ত, ঘরোয়া লুকের কারণে ছবিতে ঋত্বিকাকে নায়িকার চরিত্রে নেওয়া হয়েছে। সোহমের মধ্যেও সেই ব্যপারটা আছে।’

ঋত্বিকা বলেন, ‘চরিত্রটা পাশের বাড়ির মেয়ের মতো। মিষ্টি সরল মেয়ে লীলা। এই ছবিতে বিবাহিত মধ্যবিত্ত বাঙালি গৃহবধুর চরিত্রে লীলা অর্থাৎ আমাকে দর্শকরা দেখতে পাবেন। আমার সব সময়ই ইচ্ছে থাকে প্রতিটা ছবিতে নিজেকে নতুনভাবে তুলে ধরি। লীলা সেই দিক দিয়ে একদম অন্য রকমের চরিত্র।’
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/30/1556638734982.jpg

ইদানীং সোহমকে বেশকিছু ছবিতে কঠিন চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। সে কথা মনে করাতে সোহম বলেন, ‘ছবিতে বিভাজনটা আমারাই তৈরি করেছি। সব চরিত্রই কঠিন। তবে কৃষ্ণ চরিত্রটা একেবারে আলাদা। চ্যালেঞ্জিং! এজন্য আলাদা করে হোমওয়ার্ক করতে হয়েছে এবং হচ্ছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

অন্যান্য চরিত্রগুলোতে আছেন সুপ্রিয় দত্ত, স্বাগতা বসুসহ প্রমুখরা।