উপ-নির্বাচন

রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী রিটা রহমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রিটা রহমান, ছবি: সংগৃহীত

রিটা রহমান, ছবি: সংগৃহীত

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে যাদু মিয়ার মেয়ে ও বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।

রোববার (৮ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিএনপির একটি সূত্রে জানা গেছে, গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে দলের চেয়ারপারসনের কার্যালয় গুলশানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যা আনুষ্ঠানিকভাবে রোববার ঘোষণা করা হয়।

এদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজু। অপর দিকে লাঙলের ঘাটি খ্যাত জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র সাদ এরশাদকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। ইসি-ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।