রবীন্দ্রনাথের ভাণ্ডার পূর্ণ হয়ে আছে বর্ষার গানে। অপূর্ব সুষমায় কবি বর্ষার অনিন্দ্য রূপ অঙ্কন করেছেন আলো ছায়ার আবহে। রবীন্দ্রনাথ গগনে গগনে ডাক শুনেছেন। নবঘন বরিষনের গোপন স্পর্শ বুলিয়ে দিয়েছেন। এক অদ্ভুত তন্ময়তায় প্রকৃতির বিভা মিশিয়ে দিয়েছেন গানের পরতে পরতে। মানুষের মনে মনে।