“বার্তাটোয়েন্টিফোর বিনোদনের শুধু খবরই দেবে না বরং বিনোদন তৈরিও করবে”—এই লক্ষ্যকে সামনে রেখে দেশের প্রথম মাল্টিমিডিয়া আউটলেট প্লাটফর্ম থেকে আজ অবমুক্ত করা হচ্ছে গারো আদিবাসীদের পরিবেশনায় তাদের ভাষায় দুটি গান।
একটি সম্পূর্ণ মৌলিক দেশাত্মবোধক গান, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনগত সমস্যাগুলোকে অতিক্রম করে নৃগোষ্ঠীটির নিজস্বতা ধরে রাখবার প্রচেষ্টাকে উপজীব্য করে লেখা। বার্তাটোয়েন্টিফোরের প্রযোজনায় এধরনের ব্যতিক্রমী উপস্থাপন ও বিনোদনমূলক অনুষ্ঠান নিয়মিত হতে থাকবে বলে জানিয়েছেন এডিটর ইন চিফ আলমগীর হোসেন।
উল্লেখ্য, বাংলাদেশে অনলাইন নিউজ মিডিয়ার পথিকৃৎ আলমগীর হোসেন মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল ফরম্যাটটিকেও ক্রমশ জনপ্রিয় করে তুলছেন।