ডেঙ্গু ও ডায়রিয়ার পর চুয়াডাঙ্গায় হঠাৎ করে শিশুদের নিউমোনিয়া রোগের প্রকোপ বেড়ে গেছে। গত এক সপ্তাহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আড়াই শতাধিক শিশু। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৫০/৭০ জন নিউমোনিয়া আক্রান্ত শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসকরা বলছে গরম বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করেই চুয়াডাঙ্গায় নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।