কোনো রকম উত্তাপ ছাড়াই রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা ৫ টায়। ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে। রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন। এখানে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২২৪ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪০১ জন। ১৭৫টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।