চলতি বছরের ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ ধরা, খাওয়া, মজুদ, বিনিময় ও পরিবহনের ওপর সরকারের নিষেধাজ্ঞা ছিল। আর এই ২২ দিনে ইলিশ পরিবারে নতুন করে যুক্ত হচ্ছে আরও ৩৭ হাজার কোটি জাটকা যা বিগত বছরের চেয়ে ১.১৮ ভাগ বেশি। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের মহাপরিচালক।