কাঠমিস্ত্রি আব্দুর রশিদ। ১৯৭১ সালে মাতৃভূমি রক্ষায় জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। সরকারের মুক্তিযোদ্ধা তালিকায় ঠাঁই হয়নি তার। জীবনের ক্রান্তিলগ্নে এসে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান রণাঙ্গনের এই যোদ্ধা।
আব্দুর রশিদের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের বাঘবেড় গ্রামে। পেশায় কাঠমিস্ত্রি হলেও গ্রামবাসী তাকে একজন বঙ্গবন্ধুপ্রেমী হিসাবে চেনে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বিভিন্ন যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন আব্দুর রশিদ