২০১২ সালের পর সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বন্ধ ঘোষণা করে দেশটির সরকার। আজ অবদি আর খোলেনি, এখন যারা ট্যুরিস্ট ভিসায় এসে থেকে যাচ্ছেন তারা অবৈধ শ্রমিক। অবৈধ শ্রমিক দিয়ে কাজ করানোর ঝুঁকি নিতে চাননা মালিকরা। তাই বাধ্য হয়ে বেশি মুজুরিতে ভারতীয়, নেপালি, পাকিস্তানি শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন। শারজাহর রোলা বাজারের আল আস্তুল সুপার মার্কেটের কর্ণধার মোর্শেদুল আলমের সঙ্গে।