হেমা রায় হিম। নীলফামারীর জলঢাকা উপজেলার কালিগঞ্জ এলাকার শিক্ষক দম্পত্তির একমাত্র মেয়ে। ছোট বেলা থেকেই গানের হাতেখড়ি। যখন তৃতীয় শ্রেণিতে তখন তার লোকগীতর সুর বিমোহিত করে এলাকাবাসীকে। ওই সময়েই গানের গুরু কৃষ্ণ রায়ের হাত ধরে সুর সাধনা শুরু হয়। ২০১৬ সালে লোক সঙ্গীতে তারায় তারায় দ্বীপ শিখা গানের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ক্ষুদে এই শিল্পী। বর্তমানে সপ্তম শ্রেণি পড়–য়া শিল্পী হিম শিখড়ের সুর ছড়াচ্ছে সবখানে।