বড় পর্দায় অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের শুরুটা ষাটের দশকের মাঝামাঝি। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়কের চরিত্রের মাধ্যমে আলোচনায় আসেন। পেটের সমস্যায় গত ২৬ এপ্রিল রাজধানীর আজগর আলি হাসপাতালে এটিএম শামসুজ্জামান। সেখানে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৫ জুন তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। হাসপাতালের বিছানায় বসেই বার্তা২৪.কমের সঙ্গে আড্ডা দিলেন। খুলে দিলেন শৈশবের স্মৃতির ঝাঁপি। আবৃত্তি করলেন নিজের লেখা কবিতা।