ক্ষুধার্ত তিস্তার রাক্ষুসে চোখ। উত্তাল ঢেউ আর শো শো শব্দে পানি যেন দরজায় কড়া নাড়ছে। আগ্রাসী শাসনের আভাস মিলছে তিস্তার বুকে ক্রমাগত পানি বাড়ায়। গত এক সপ্তাহের অবিরাম বৃষ্টিপাতের পাশাপাশি উজানের ঢল নেমে আসায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে তিস্তা বেষ্টিত রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ১১টি ইউনিয়নে।