বাড়ি ভাড়া মওকুফ করলেন মিরসরাইয়ের ফরহাদ



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মিরসরাই (চট্টগ্রাম)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এই সময়ে ঘরে আবদ্ধ থাকা মানুষ পরিবার নিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। তার ওপরে বাসাভাড়া নিয়ে দুশ্চিন্তায় ঘুম নেই তাদের। তাদের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিকোণ থেকে মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের একটি বাসার ১৭ ভাড়াটিয়ার ভাড়া মওকুফ করলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসাইন। তার এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ১৭ পরিবারের।

জানা যায়, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন বাবার উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ির ১৭টি ইউনিটের দুই মাসের ভাড়া মওকুফ করেন।

মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহির উদ্দিন বলেন, মিরসরাইয়ে অনেক কোটিপতি বাসার মালিক রয়েছে। কিন্তু কেউ এই দুর্যোগে ভাড়াটিয়াদের বাসাভাড়া মওকুফ করেনি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও মানবিক কাজ করেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।
এই বিষয়ে মো. ফরহাদ হোসাইন বলেন, আমার বাড়িতে ১৭জন ভাড়াটিয়া থাকেন। সবাই চাকরিজীবী ও ব্যবসায়ী। করোনাভাইরাস প্রতিরোধে গত ১৫দিন ধরে তারা কর্মহীন। ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, এমন দুর্যোগ সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আমি কর্মহীন, অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

   

ইসরায়েলের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১০ মে) জুম্মার নামাজ শেষে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

'অব্যাহত ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে 'বিশ্ব মুসলিম ঐক্য কর, ফিলিস্তিন স্বাধীন কর', 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবর', ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘের জবাব চাই' এই স্লোগানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র কর্মীরা। বিক্ষোভ মিছিলটি পল্টন মোর এবং বিজয়নগর প্রদক্ষিণ করে আবার পল্টন মোড়ে এসে শেষ হয়।

এর আগে জুম্মার নামাজ শেষে মিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর ফজলুল করিম বলেন, ইসরায়েলিরা ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই-বোনদের নির্বিচারে হত্যা করছে আর আমরা কি করে তাদের (ইসরাইল) পণ্য ব্যবহার করে তাদের সহযোগিতা করি। তাদের পণ্য ব্যবহার করা মানে ফিলিস্তিনে মুসলিম ভাই-বোনদের ওপর অত্যাচারে তাদের সহযোগিতা করা। শুধু বয়কট নয়, আইন করে সরকারকে ইসরায়েলি পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এটা আমাদের জোর দাবি।

তিনি আরও বলেন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে ইনশাল্লাহ। যখনই আমাদের প্রয়োজন হবে, সুযোগ হবে, আমাদের যা কিছু আছে সব নিয়ে ইসরায়েলের বিপক্ষে ঝাঁপিয়ে পড়বো।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।

;

নীলফামারীতে ১৮০ বোতল ফেনসিডিলসহ আটক দুই



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
নীলফামারীতে ১৮০ বোতল ফেনসিডিলসহ আটক দুই

নীলফামারীতে ১৮০ বোতল ফেনসিডিলসহ আটক দুই

  • Font increase
  • Font Decrease

নীলফামারীর জলঢাকায় ১৮০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১০ মে) তাদের আদালতে পাঠানো হয়। এর আগে কৈমারী ইউনিয়নের বড়ঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধার সিংগিমারী এলাকার জনাব আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৮) ও কুমিল্লার মোহনগঞ্জের রফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ১৮০ বোতল ফেনসিডিল একটি ইজিবাইক জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

;

সেওতা কবরস্থানে পাইলট জাওয়াদের দাফন সম্পন্ন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ মে) দুপুর ৩টায় গার্ড অব অনার প্রদানের পর মানিকগঞ্জ শহরের সেওতা কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জ জেলা শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম মাঠে নিহত পাইলট আসিমের তৃতীয় জানাজা সম্পন্ন হয়। এ সময় আসিম জাওয়াদের বাবা, বিমান বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন। আর দুপুর পৌনে ১২টায় তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অবতরণ করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড় ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। পরে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি।

;

খুলনায় ৪ কেজি গাঁজাসহ আটক ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, খুলনা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

খুলনার খান জাহান আলী সেতুর টোল প্লাজা এলাকা হতে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১০ মে) সকাল ৫টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন খান জাহান আলী সেতুর পূর্ব পার্শ্বে টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল জেলার রূপসা থানাধীন খান জাহান আলী সেতুর পূর্ব পার্শ্বে টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ফেনী হতে খুলনাগামী একটি বাস তল্লাশি করা হয়। এ সময় ৪ কেজি ৪৩ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়।

;