তখনো কাশবন আলোয় পরিপূর্ণ হয়নি। ক্ষীণ আলোতেই ওদের মাথা উঁচু করে দাঁড়ানো। ছবি: বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য
দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। ছবি: বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য
ষড়ঋতুর সৌন্দর্যকে পরিপূর্ণ করতে শরতে কাশফুলের আগমন। এক ঝাঁক শুভ্র সৈনিকদের বাতাসে দোলতে দোলতেই বিদায় নিতে হয় ; আবারো ফিরে আসার অঙ্গীকার নিয়ে। ছবি: বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য