শুক্রবার সারাদিন পানিবন্দী ছিল নিউমার্কেট ব্যবসায়ীরা। শনিবার দোকান খুলে ভেজা মালপত্র শুকাতে দেন ব্যবসায়ীরা/ ছবি : নূর-এ-আলম
দোকানের প্রয়োজনীয় কাগজপত্র ও রশিদ বই শুকাতে দিয়েছেন এক ব্যবসায়ী/ ছবি: নূর-এ-আলম
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে- এমন মনে হলেও জুতাগুলো আসলে শুকাতে রেখেছেন ব্যবসায়ীরা/ ছবি: নূর-এ-আলম
ভেজা বক্স ফেলে দিয়ে মগগুলো আলাদা করছেন এক শিশু কর্মী/ ছবি:নূর-এ-আলম
বিভিন্ন রঙের সুতা শুকাতে দেওয়া হয়েছে/ ছবি: নূর-এ-আলম
ভেজা কাগজের বক্স শুকাচ্ছেন এক নারী কর্মী/ ছবি: নূর-এ-আলম
নিউমার্কেটের ছাদে সারি সারি মালপত্র বিছিয়ে রেখেছে ব্যবসায়ীরা।/ ছবি: নূর-এ-আলম
বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে ঘড়িগুলো/ ছবি: নূর-এ-আলম
ট্রলি ব্যাগ থেকে পানি সরানোর চেষ্টা করছেন এক দোকান কর্মী / ছবি: নূর-এ-আলম
সুতোয় ঝুলানো বিভিন্ন রঙের বাচ্চাদের ব্যাগ, দেখতে দৃষ্টিনন্দন লাগলেও এর পেছনের গল্প দূর্ভোগের