কর্মব্যস্ত জীবনের ক্লান্তি অবসাদ দূর করতে ছুটি পেলেই মানুষ ছুটে যান সাগর পাড়ে। সুনীল সাগরে নিজের সব ক্লান্তি দূর করে অনাবিল আনন্দ উপভোগ করেন। জীবনের দুঃখ শুষে নেয় তোলপাড় করা গর্জে ওঠা ঢেউগুলো। তবে অনেকই অবসর সময় কাটাতে সাগরে ছুটলেও কিছু মানুষের জীবিকা সমুদ্রকে ঘিরে। ভোর থেকে রাত অবধি তারা জীবনের ঘানি টেনেই যান। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তাদের কিছু স্থিরচিত্র তুলে এনেছেন জোবায়ের আবেদীন।