নিঃসন্দেহে জীবনের সবচেয়ে মধুর সময় যেটি, তা হলো শৈশবকাল। কতই না খেলাধুলা,গান-বাজনা, কত রঙিনই না ছিলো এই কাল। তখন মনে হতো 'ইস' কবে যে বড় হবো, বড় হয়ে এটা করবো ওটা করবো কতই না আশা করতাম। আজ বড় হয়েছি ঠিকই কিন্তু, কেন আবার ফিরে যেতে চাই সেই ফেলে আশা শৈশবে? কেন বারবার মনে পড়ে শৈশবের ফেলে আসা গান? আর হবে না ভোরে দল বেধে মক্তবে যাওয়া, কাদায় দাপাদাপি করে ফুটবল খেলা, হবে না কাক ভেজা হয়ে ইস্কুল থেকে বাড়ি ফেরা। 'ইস' এই ফ্রেম গুলোর মতো যদি সত্তি-সত্তি বন্দি করে রাখতে পারতাম সেই রঙিন শৈশবকে। আর শত চেষ্টা, শত আশা,শত ইচ্ছা করেও সম্ভব না। যারা আজ এই ফ্রেমগুলোয় বন্দী তারাও একদিন ছবিগুলো দেখে বলবে আহারে আমার শৈশব, আমার ফেলে আসা শৈশব।