শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
জামালপুরের বিভিন্ন এলাকা থেকে জীবন ঘনিষ্ঠ ছবিগুলো তুলে পাঠিয়েছেন শাহরিয়ার হোসাইন।
অনেক শিশুই আছে যাদের জীবনধারা খুবই মর্মান্তিক। ঘরবাড়ি নেই, নেই থাকার জায়গা, নেই পেট ভরে দু'বেলা খাওয়ার সামর্থ্য। আছে শুধু অদম্য ইচ্ছাশক্তি, জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা।
সুন্দর ঘর-বাড়ি দালান-কোঠা নির্মাণের জন্য অন্যতম উপাদান হলো বালু। ছবিটি নদী থেকে বালু তুলে অন্যত্র নিয়ে যাওয়ার স্থিরচিত্র।
আমাদের জীবনে চলার পথে নানারকম বাধার সৃষ্টি হয়, নেমে আসে অন্ধকার। সেই অন্ধকার দূর করতেই আমরা বেরিয়ে পড়ি জীবিকার তাগিদে, বেরিয়ে পড়ি সেই অন্ধকার বিক্রি করে আলো খোঁজার উদ্দেশ্যে।
জীবন ও প্রকৃতি
ফটো-গ্যালারি
ফিচার