২৪ ও ২৫ পর্যায়ক্রমে শুরু হচ্ছে বৈশাখী মেলা ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা/ছবি: আনিসুজ্জামান দুলাল
জব্বারের বলীখেলার মূল উপজীব্য হয়ে উঠেছে মেলা।
জব্বার মিয়ার বলী খেলা ও বৈশাখী মেলা চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও অহংকারে পরিণত হয়েছে বহু কাল ধরে।
বর্তমানে দেশের সবচেয়ে বড় লোকজ উৎসব হিসেবে এটিকে চিহ্নিত করা হয়।
পাঁচ-ছয় দিনের মেলা বসে লালদীঘির ময়দানের চারপাশের এলাকা ঘিরে।
দেশের দুর দূরান্ত থেকে মৃৎ শিল্পী থেকে শুরু করে হস্ত ও কুঠির শিল্পীরা তাদের পসরা সাজিয়ে বসতে শুরু করেছে আজ ২২ এপ্রিল থেকে।