‘এখনি সময়, সবাইকে সচেতন হতে হবে’

ঠাকুরগাঁও, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম | 2023-08-22 21:26:32

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, ‘ভোটের চার দিন আগে কে করছে এসব। যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, যারা মানুষকে সব সময় ঘৃণা করে, দেশকে আবারও পাকিস্তানি বানাতে চায়, দেশকে ভালোবাসে না তারাই এসব কাজ করে।’

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ঠাকুরগাঁও-১ (সদর) আসনে নৌকার এ প্রার্থী এসব কথা বলেন।

রমেশ চন্দ্র বলেন, ‘এ ঠাকুরগাঁওয়ে না ছিল চুরি, না ছিল ছিনতাই, না ছিল জঙ্গি। হঠাৎ করেই এসব অগ্নিকাণ্ডের ঘটনায় আমার ভাবছি ৩০ ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে তা ততপূর্বে ২০১৪ সালের ৫ জানুয়ারির কথা স্মরণ করিয়ে দেয়। এখনি সময় সবাইকে সচেতন হতে হবে।’

হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ব্যাপারে তিনি আরও বলেন, ‘একসঙ্গে যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। তাহলে আজকে শুধু এই হিন্দুদের বাড়িতে কেনো অগ্নিসংযোগ করা হচ্ছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে প্রশাসনকে আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটোসহ জেলার নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর